কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
করোনা ভাইরাস প্রতিরোধে নেত্রকোনায় বুধবার (১ এপ্রিল) সদর উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে র্যাব ১৪ সিপিসি কিশোরগঞ্জের সদস্যরা।
জনগনকে বাড়ির ভেতরে থাকার নির্দেশনা, সতর্কতা ও প্রচারণামূলক র্যালী করেছে মোক্তারপাড়া সড়কে।
পাশাপাশি বিভিন্ন ঔষধের দোকানে বৃত্ত সুরক্ষা কার্যক্রম করে তারা।
কিশোরগঞ্জের র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথের নির্দেশনায়
উপ-সহকারি পরিচালক মো. মোস্তফা কামাল এবং উপ-সহকারি পরিচালক মো. শরিফুল ইসলাম এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা হয়।
টহল গাড়িযোগে একটি সু-সজ্জিত দল ভাইরাস প্রতিরোধে সর্তকতামূলক মহড়া দিয়ে মদনপুর বোর্ডের বাজার থেকে শুরু হয়ে রেন্ডিতলা বাজার, বায়রাউয়া বাজার, পৈশকা বাজার, বালুকান্দা বাজার হয়ে নেত্রকোনা ডিসি অফিসের সামনে এসে শেষ হয়।