কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না ওগো বন্ধু। এই ভাবনা, একটু পরিকল্পনা, একটু প্রচেষ্টা, একটু বাস্তবসম্মত পদক্ষেপ এসব কিছুকে লালন করে অর্নিবাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।
করোনা মহামারী প্রতিরোধে চলমান লকডাউনে সীমাবদ্ধতার মাঝেও নেত্রকোনার কলমাকান্দায় ১০০ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি।
বুধবার সকালে সংগঠনটির কার্যালয়ের সামনে অসহায় ১০০ পরিবারের মাঝে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার তেল, ১ কেজি লবণ, ১টি সাবান ও মাস্ক বিতরন করা হয়।
কলমাকান্দার ইউএনও মো. সোহেল রানা এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, ওসি মো. মাজহারুল করিম, সংগঠনটির চেয়ারম্যান কেশব কুমার বনিক ও সেক্রেটারি শেখ শামীম সহ অন্যান্য সদস্যবৃন্দ।