কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
বেসরকারি উন্নয়ন সংগঠন স্বাবলম্বী উন্নয়ন সমিতি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ও রৌহা ইউনিয়নের ৮ টি গ্রামের প্রায় ১ হাজার মানুষকে ১ হাজার সাবান ও ১ হাজার মাস্ক বিতরণ করা হয়। নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে প্রচার কার্যক্রমের পাশাপাশি বুধবার এই সহায়তা প্রদান করা হয়।
নারী ও কন্যা শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ প্রকল্পের এই কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করেন মানুষের জন্য ফাউণ্ডেশন, ঢাকা।
সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর, পাগলা বাজার, সাকুয়া ও নূরপুর এবং রৌহা ইউনিয়নের হরিপুর, মহাদেবপুর, বড় গাড়া ও আমলি গ্রামের ৬০০ জন গৃহিনী, ২০০ জন কিশোর-কিশোরী এবং ২০০ জন পুরুষকে এই সহায়তা প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংস্থার উপ-নির্বাহী পরিচালক কাজী ছহুল আহমেদ, কর্মসূচি পরিচালক স্বপন কুমার পাল, সহকারী কর্মসূচি পরিচালক ও প্রকল্পের সমন্বয়কারী মুর্শেদ ইকবাল, প্রকল্প কর্মকর্তা মো.আলমগীর, পারভেজ কামাল চৌধুরী, নার্গিস আক্তার ও ঝলমল সরকার প্রমুখ।