পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার পূর্বধলা সদর বাজার সংলগ্ন পাল পাড়ায় গত সোমবার মধ্যরাতে এক অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এতে পরেশ পালের পুত্র গণেশ পাল ও প্রানেশ পালের একটি ঘর সম্পুর্ণ ভষ্মিভুত হয়ে গেছে।
অগ্নিকান্ডের সঠিক কারন না জানতে পারলেও ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার মধ্যরাতে সবাই শুয়ে পড়লে গণেশ পাল ও প্রানেশ পালের ঘরের এক পাশ থেকে হঠাৎ আগুন ভেসে উঠে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী প্রানপন চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে নেত্রকোনা জেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিটও ঘটনাস্থলে হাজির হয়। অগ্নিকান্ডে গণেশ পাল ও প্রানেশ পালের একটি ঘর সম্পুর্ণ ভষ্মিভুত হয়ে গেছে। এ সময় পাশ্ববর্তী লিটন পালের একটি ঘরও আংশিক ক্ষতিগ্রস্থ হয়। আগুন নেভাতে গিয়ে প্রানেশ পাল (৫০) সামান্য আহত হন।
ক্ষতি গ্রস্তদের দাবী অগ্নিকান্ডে, ঘর, আসবাব পত্র অন্যান্য মালামালসহ প্রায় ৭লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন জানান, অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে লোকজন নিয়ে আগুন নেভানোর কার্যক্রমে অংশ গ্রহন করেছি। শেষে ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্ভাব্য সব সহযোগিতা করা হবে বলে আশ্বস্থ্য করেন।