মোঃ নজরুল ইসলামঃ নেত্রকোনার পূর্বধলায় আজ ৩১-৩-২০২০ইং বুধবার পূর্বধলা উপজেলা সদরের বিভিন্ন মসজিদ ও সাধারন জনতার মাঝে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, আধ্যাত্মিক গুরু হযরত করম শাহর বংশধর শেরপুরের শেরশাহ্ গাজীর উত্তরসুরী , বর্তমান পূর্বধলা লেটিরকান্দা পাগল বাড়ীর, টিপুশাহ্ জনকল্যাণ -র প্রতিষ্টাতা পরিচালক সুলতান গাজী শাহজাহান শাহ্ প্রিন্স-র সৌজন্যে নেত্রকোনা পূর্বধলা ৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের নির্দেশে মাস্ক সাবান ও সচেতনতা মুলক লিফলেট বিতরন করা হয়।
মসজিদে মাস্ক সাবান ও লিফলেট বিতরনের মূল উদ্দেশ্য ছিল,মসজিদে আগত মুসল্লীদের উদ্দ্যেশে মহামারী মরন ব্যধি করোনা ভাইরাস সম্পর্কে মসজিদের ঈমাম সাহেবদেরকে সচেতন মুলক বয়ান রাখার জন্য অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য থাকে যে এ সময় পূর্বধলা থানা মসজিদের ঈমাম সাহেবের পক্ষ হতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ তাওহীদুর রহমানের হাতে কিছু সাবান, মাস্ক লিফলেট তুলে দেন পীরজাদা শাহজাহান শাহ্ প্রিন্স।মাস্ক সাবান,লিফলেট বিতরনের সময় পীরজাদা প্রিন্সের সাথে, ছিলেন টিপু শাহ্ জনকল্যাণ -র সদস্য বৃন্দ।