পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। ইউপি চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন শহিদ এর নেতৃত্বে ইউনিয়নের সকল ইউপি সদস্য, ইউপি সচিব, গ্রাম পুলিশ, উদ্যোক্তা মিলে পুরু ইউনিয়নেই কার্যক্রম চালাচ্ছে।
ইতোমধ্যে সরকার নির্দেশিত সকল কর্মকান্ড বাস্তবায়নের পাশাপাশি নিজস্ব উদ্যোগেও সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সাবান বিতরন, মাস্ক বিতরন, ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোঁয়ার ব্যবস্থা সহ বেশ কিছু কার্যক্রম হাতে নিয়ে বাস্তবায়ন করে যাচ্ছে।
দ্রব্যমূল্যের যাতে মূল্য বৃদ্ধি ও কৃত্রিম সংকট ব্যবসায়ীরা না করে সেজন্য বাজার মনিটরিং করে প্রশাসনকে সহায়তা করছে।
ইউপি চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন শহিদ জানান সরকারের সকল নির্দেশনা মোতাবেক তার ইউনিয়ন পরিষদ কাজ করে যাচ্ছে এবং ইউনিয়ন পরিষদ ও উনার ব্যক্তি উদ্যোগে তার ইউনিয়নের সকল মানুষকে সচেতনতা বাড়ানো সহ বাড়িতে থাকার লক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন।
বিদেশ ফেরত লোকের তথ্য প্রশাসনকে অবিহিতকরন সহ সামাজিক দূরত্ব যাতে মানুষ ঠিক রাখে সেজন্য গ্রাম পুলিশের মাধ্যমে টহল অব্যাহত রাখছেন।
তিনি আরও জানান, ইউপি সচিবের আন্তরিকতা ও বর্তমান বিশ্বের করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে বাংলাদেশ সরকারের গৃহীত কর্মসূচী ও স্থানীয় প্রসাশনের সার্বিক মনিটরিং আমার ইউনিয়নে চলমান আছে।
ইতোমধ্যে সরকারের ত্রান বরাদ্দ অব্যাহত আছে এবং পর্যায়ক্রমে তা চলবে।
আজ ইউনিয়নের কুমুদগঞ্জ বাজার, ঝালশুকা বাজার, হামিদপুর, মহিষবের, শুভখাই, লাউখাই, চল্লিশা বৈরাটি, বড়ইতলা, কান্দুলিয়া নামক স্থানে নিজস্ব উদ্যোগে সাবান বিতরণ, জীবানুনাশক স্প্রে ছিটানো, লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের হাত ধোঁয়ার জন্য বালতি, মগ, সাবান স্হায়ী ভাবে বসানো হয়।
পর্যায়ক্রমে ইউনিয়নের বাকি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
আজকের কর্মসূচিতে ইউপি চেয়ারম্যান ছাড়াও অন্যান্যের মধ্যে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মাসুম রাসেল, ২নং ওয়ার্ড সদস্য নুর মোহাম্মদ, ৪নং ওয়ার্ড সদস্য খোকন মিয়া, ৮নং ওয়ার্ড সদস্য জালাল উদ্দিন, ৯নং ওয়ার্ড সদস্য তরুন শেখ, ৭নং ওয়ার্ড সদস্য কামাল উদ্দিন তালুকদার, ইউপি সচিব শহিদুল আলম মামুন, উদ্যোক্তা সাদ্দাম হোসেন সহ সকল গ্রাম পুলিশ উপস্থিত ছিলো।