কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনা পৌর শহরের মইনপুর এলাকায় মধ্যরাতে সিলিন্ডার গ্যাস লিকেজে আগুনে তিন বসতঘর ভস্মিভূত হয়েছে। রবিবার দিনগত মধ্যরাতে এই অগ্নিকান্ডের ঘটনায় প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।
পরে খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি দল ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে কেউ হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানায়, সাহেরা খাতুনের ঘরের সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরবর্তিতে সাহেরার মেয়ে ঝুমা ও পাশ্ববর্তী জালাল মিয়ার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গ্যাস সিলিন্ডার লিকেজ থাকার কারণেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটছে বলে জানান তারা।
এ ব্যাপারে ফায়ার সাভিসের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মো. সায়দুল্লাহ জানান আব্দুর রহমানের চুলা থেকে আগুন লেগেছ। এতে আনুমানিক প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।