কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনা সদরের সিংহের বাংলা ইউনিয়নে পিকাপ ভ্যানের ধাক্কায় আহত হয়ে ৭০ বছরের বৃদ্ধার ময়মনসিংহ মেডিকেলে মৃত্যু। নিহত আব্দুর রহমান ইউনিয়নের দিগলা গ্রামের বাসিন্ধা।
সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জানান, রবিবার বিকাল ৫ টার দিকে আমতলা বাজার থেকে বৃদ্ধা বাড়ির দিকে ফিরছিলেন। এসময় কলাইয়া মসজিদের সামনে আসতেই ডাব ভর্তি একটি পিকাপ ভ্যান আব্দুর রহমানকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়েই পিকাপ ভ্যানটি পালিয়ে যায়।
এদিকে সন্ধ্যার আগে সড়কে মানুষ কম থাকায় আশপাশ থেকে স্থানীয়রা এসে পড়ে থাকা বৃদ্ধাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় বৃদ্ধাকে ময়মনসিংহ পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।