কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
করোনা ভাইরাস প্রতিরোধে নেত্রকোনার সীমান্ত এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার ১০ উপজেলার মধ্যে সীমান্তবর্তী কলমাকান্দা, দুর্গাপুর, পূর্বধলা, মোহনগঞ্জ উপজেলা সহ মোট ১৫টি বিওপি রয়েছে। যেগুলো দিয়ে কিছুদিন আগেও ওইসব এলাকায় বসবাসরত আদিবাসী লোকজন দুইপাড়ে আসা যাওয়া করতো।
এখন সেইসব এলাকার আসা যাওয়া সহ সকল ধরনের চলাচল বন্ধ করে দিয়েছে বিজিবি। জেলায় প্রায় ৯৫ কিলোমিটার সীমান্ত এরিয়ায় মধ্যে বিওপি রয়েছে ১৫টি বিওপিতে ৩৫০ জনের টহল রয়েছে। করোনা ভাইরাস নিয়ে অবৈধ অনু প্রবেশকারীদের বিষয়ে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে নেত্রকোনা শহরেও ২৫০ জন জোয়ান বিভিন্ন সচেতনতা মূলক কাজ করছে বলে জানান ৩১ বিজিবির অধিনায়ক কর্নেল সাব্বির আহমেদ। তিনি জানান, বিজিবির সদস্যদেরা নিজেদের মধ্যে নিরাপত্তা বজায় রেখে সচেতনতামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।