কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
সর্দিকাশি জ্বর নিয়ে এক ব্যাক্তি চট্টগ্রাম থেকে বাড়ি আসায় করোনাভাইরাসে আক্রান্ত কিনা এমন সন্দেহে গত চারদিন ধরে হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানা গেছে। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের এই পরিবারটিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান খাবার ব্যবস্থা করে ঘরে থাকতে বলেন বলে জানা যায়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর চৌধুরী বিয়িটি নিশ্চিত করে বলেন, যেহেতু বাইরে থেকে এসেছে তাই আগামী ১৪দিন ঘরে থাকতে বলা হয়েছে। পাশাপাশি পরিবারের অন্যরাও ঘরে থাকলে এলাকার অন্যরা আতঙ্কিত হবে না।
রবিবার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে এক ব্যাক্তির একটি পোষ্টের মাধ্যমে লিখেছেন মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর গ্রামে গত চারদিন আগে এক ব্যাক্তি চট্টগ্রাম থেকে অসুস্থ হয়ে বাড়িতে আসেন। পরে গ্রামবাসী করোনা ভাইরাসে আক্রান্ত কিনা এমন সন্দেহ করে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান পরিবারটির সাথে কথা বলে বুঝিয়ে তাদেরকে সতর্ক থেকে ১৪ দিন ঘরে থাকতে অনুরোধ করেন।
ইউপি চেয়ারম্যান জানান, গ্রামের এক ব্যাক্তি চটগ্রাম থেকে বাড়ি আসার পরে তার শরীরে জ্বর দেখা দেয়। এ নিয়ে গ্রামের কিছু লোক আমাকে বিষয়টি জানালে আমি নিজে ওই ব্যাক্তির সাথে কথা বলে জানতে পারি তার তেমন কোন সমস্যা নেই। তারপরেও যেহেতু গ্রামের লোকজনের মাঝে একটা বিষয় কাজ করছে। তাই তাকে বলি তুমি সহ তোমার পরিবাবের সবাইকে হোমকরেন্টাইনে থাকতে হবে। সেইসাথে চেয়ারম্যান বলেন, যেহেতু পরিবারটি গরীব তাই তাদের পরিবারের সকল দায়িত্ব আমি নিয়েছি। প্রতিদিন বাজার থেকে তাদের জন্য খাবার কিনে নিজে দিয়ে আসছি। এ সময় তিনি আরো বলেন, আমি এই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওকে জানিয়েছি।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে তার পক্ষ থেকে পাড়ায় পাড়ায় জনসচেতনতা মূলক প্রচারণাও তিনি চালাচ্ছেন। সেইসাথে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে মাইকিংও করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম জানান, চেয়ারম্যান আমাকে জানিয়েছে। সাধারণ সর্দি কাশি।