পূর্বময় ডেস্কঃ
আজ বেলা ৩টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু তাঁর দপ্তরকক্ষে সিভিল সার্জন ময়মনসিংহ ডাঃ এ বি এম মশিউল আলম কে করোনা মোকাবেলায় সক্ষমতা বাড়াতে ৭০টি পূনঃব্যবহারযোগ্য পিপিই (personal protective equipment) প্রদান করেন।
সিভিল সার্জন ডাঃ এ বি এম মশিউল আলম বলেন, পরিস্কারযোগ্য এ পিপিই গুলো দিয়ে অনেক রোগীর সেবা দেয়া সম্ভব হবে।
উল্লেখ্য, গত ২৭ তারিখে সিভিল সার্জন, ময়মনসিংহ কে ৫০ টি পিপিই ও ৩০০ হ্যান্ড স্যানিটাইজার এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০ পিপিই ও ৫০০ হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।