কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
দিনব্যাপী নেত্রকোনার বিভিন্ন এলাকায় ঝাকে ঝাকে বাড়ি ফিরেছে মানুষ। রাস্তায় রাস্তায় যানবাহন বদল করে করে ভোগান্তি পোহায়েই তারা বাড়ি ফিরছেন। বাড়ি ফেরা তারা সকলেই বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত।
ঢাকা বা ময়মনসিংহ থেকে নেত্রকোনার শ্যামগঞ্জ আসেন পিকাপ ভ্যান সহ বিভিন্ন যানবাহনে চড়ে। কেউ কেউ কাঁচামালের গাড়িতে করে আসছেন। সেখান থেকে আবার অন্য যান ভাড়া করে নিজ নিজ গ্রামে যাচ্ছেন। ঝাকে ঝাকে মানুষের এমন বাড়ি ফেরা দেখে হতভম্ব সচেতন মানুষেরা।
তারা বলছেন কোথায় হলো সচেতনতা কার্যক্রম। কেউ কেউ বলছেন যারা শ্রমিক তারা ঢাকায় থেকে আরো বেশি কষ্টের সম্মুখীন হবে। তার চেয়ে নিজ বাড়িতে থাকলে অন্তত না খেয়ে মরবে না।
এমন নানা বিষয় নিয়ে নানা মতবাদ মানুষের মাঝে। তবে সকলেই করোনা ছড়তে পারে এদের থেকে এই বিষয়ে একমত পোষণ করছেন। এই জন্য সরকারের অদূরদর্শী সিদ্ধান্তকেই সবাই দায়ী করছেন। তাছাড়া মাঠে সেনা সদস্য রয়েছে বলার পরও মানুষের মাঝে তেমন সচেতনতা নেই।
এদিকে সেনা সদস্যরা জেলা প্রশাসক বললেই শুধু মাত্র বিভিন্ন সড়ক টহল দিচ্ছেন।