করোন পরিস্থিতি মোকাবেলায় বিত্তবানদেরে এগিয়ে আসার আহবান জানালেন কামরুন্নেছা আশরাফ দীনা

Date:

Share post:

পূর্বময় ডেস্কঃ

সকল জাতির কোটি উপাসনালয়ে আজ একই সুরধ্বনি। আল্লাহ নিশ্চয়ই আপনাদের প্রার্থনা শুনবেন। করোনা ভাইরাস প্রতিরোধ আমরা আতংকিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় একে উপরের পাশে দাড়াতে হবে বলেন জানিয়েছন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ নেত্রকোনা জেলা শাখার সভাপতি ও সমাজ কল্যান প্রতিমন্ত্রীর সহধর্মীনি কামরুন্নেছা আশরাফ দীনা।
মিডিয়াতে দেয়া এক বিবৃতিতে তিনি আরো বলেন, আমি ব্যক্তিগত ভাবে সাধ্য অনুযায়ী এগুচ্ছি। কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। সকলকেই সম্মিলিত ভাবে পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসতে হবে, তবেই আমরা করোনা প্রতিরোধে সফলতা অর্জন করতে পারবো বলে আশা করি।
এক মহাক্রান্তিকাল পার করছি। আমাদের চিরচেনা পৃথিবীর সমস্ত দৃশ্যপট পাল্টে গেছে। বিভিন্ন দেশে চলছে মৃত্যুর মিছিল। ইতোমধ্যে আমাদের দেশেও অনেকে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন। আমাদের আরো সচেতন হতে হবে।
এ সংক্রমণ থেকে বাঁচতে হলে আমাদের সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত থাকতে হবে। সরকারের গৃহীত প্রতিটি পদক্ষেপ অনুসরণ করতে হবে। আমাদের আরও মানবিক হতে হবে।
নেত্রকোনাবাসীর উদ্যেশ্যে তিনি আরো বলেন, সামনের দিনগুলোয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানুষের জন্য আরো যা করণীয় তাই করবো। ইতোমধ্যে বেশকিছু পরিকল্পনা ঠিক করেছি।
আমাদের ভয় পেলে চলবে না। সরকারের প্রতি ও চিকিৎসা ব্যবস্থার প্রতি আমাদের আস্থা থাকতে হবে। সকল নিয়ম মেনে চলতে হবে। নিম্নআয়ের মানুষদের সহায়তা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। মনে রাখতে রাখতে হবে, “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।”
তিনি আরো বলেন, আপনারা জানেন , আমি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিশুদের নিয়ে কাজ করি। তাদের জন্য আমি একটি বিদ্যালয় পরিচালনা করি। তাছাড়া আমি দি হলি চাইল্ড কিন্ডারগার্টেন-এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ। করোনা ভাইরাস বিষয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমি সরাসরি সচেতন করতে চেষ্টা করেছি। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো তাদের সামনে তুলে ধরেছি।
এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি, যেসব দরিদ্র শিক্ষার্থী আমার প্রতিষ্ঠানে পড়ে, তাদের পরিবারকে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি একে এম মাজহারুল ইসলাম রানা, নেত্রকোণা পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত ৪ সেপ্টেম্বর বুধবার...

সড়ক দূর্ঘটনায় পূর্বধলার মেধাবী ছাত্র তানভীর নিহত

পূর্বধলা প্রতিনিধিঃ স্বপ্ন দেখতেন একদিন অনেক বড় হবেন। বাবা-মা দেশের মুখ উজ্জ্বল করবেন। ছিলেন প্রচণ্ড পরিশ্রমী...

পূর্বধলায় যৌথ অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধার, আটক ৫

শিমুল শাখাওয়াতঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা এলাকায় অভিযান চালিয়ে ম্যাগজিনসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনীর...

পূর্বধলায় মাছ ধরা কে কেন্দ্র করে নিহত ১

মোঃ শাখাওয়াত হোসেন শিমুলঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিমপাড়া গ্রামে গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটে। নিহত...