কে এম সাখাওয়াত হোসেন (নেত্রকোনা)
করোনা ভাইরাস প্রতিরোধে নেত্রকোনার বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে করছে শিশুছায়ার সদস্যরা। শুক্রবার বিকাল থেকে তারা সাতপাই এলাকার অস্থায়ী কার্যালয়ে জীবানুনাশক তৈরী করে স্প্রে মেশিনে নিয়ে বিভিন্ন এলাকার অলি গলিতে স্প্রে করছে।
পাশাপাশি স্থানীয় মসজিদগুলোর আশপাশ এলাকায় এই স্প্রে করছে। সাধারণ মানুষের মাঝে এখনো তেমন সচেতনতা তৈরী না হওয়ায় এই স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে একের পর এক সামজিক সচেতনতা এসব সেবামূলক কাজ করে যাচ্ছে।
সরকারী বেসরকারী এবং জন প্রতিনিধিদের অপ্রতুল করোনা মোকাবেলা কর্মসূচীতে এ সকল তরুণদের উদ্যোগে বিভিন্ন এলাকাবাসীও সন্তোষ প্রকাশ করছেন। পাশাপাশি তারা সচেতনতা বোধ করছেন।