কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনায় সেনা বাহিনীর সদস্যরা একদিকে মাঠে নেমেছে অন্যদিকে কাজের খোঁজে বেরিয়েছেন দিন মজুর শ্রমিকরা। প্রতিদিনের ন্যায় অল্প সংখ্যক খেটে খাওয়া মানুষ শুক্রবার সকালেও তেরী বাজার মোড়ে কাজে যাওয়ার জন্য অবস্থান করতে দেখা গেছে। তাদের দাবী কাজ না করলে একবেলার খাবারও জুটবে না। সেজন্যই ভয় থাকার পরও কাজের খোঁজে বেরিয়েছেন তারা।
অন্যদিকে শহরের মোক্তারপাড়া, তেরী বাজার মোড়, আখড়ার মোড় সহ বিভিন্ন স্থানে মাইকিং করে সশস্ত্র বাহিনীর সদস্যরা সতর্ক করছেন।
১৯ পদাতিক ডিভিশনের ৮ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন এএইচএম আতিকুল হক এক প্লাটুন সদস্য নিয়ে নেত্রকোনা সদর টহল দেন। এসময় জানান আরেক প্লাটুন সদস্যকে আটপাড়া উপজেলায় পাঠানো হয়েছে।
ক্যাপ্টেন আতিক জানান, প্রয়োজনে তারা হতদরিদ্রদের পাশে থাকবে সরকারী নির্দেশনা আসলেই। এখন সাধারণ মানুষদেরকে সচেতন করা হচ্ছে। আর এই করোনা মোকাবেলায় একমাত্র পথ হচ্ছে হোম কোয়ারেন্টাইন। যারা মানবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।