পূর্বময় ডেষ্কঃ যারা (ডাক্তার) তারা সকলের সুরক্ষার কাজে নিয়োজিত তাদের সুরক্ষিত রাখা সর্বাধিক গুরুত্বপূর্ণ। কারন তারা অসুস্থ হলে আমাদের সকলের চিকিৎসা ঝুঁকিতে পড়বে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কর্তৃপক্ষদের হাতে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেয়ার সময় আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু এ কথা বলেন।
এসময় চলমান সাধারন ছুটিতে যারা ঢাকা থেকে এসেছেন তাদের সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
করোনা মোকাবেলায় হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু তাঁর অফিস কক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে সহকারী পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম খানকে ১০০ টি পিপিই এবং ৫০০ টি হ্যান্ড স্যানিটাইজার, এবং সিভিল সার্জন ডাঃ এ.বি.এম মসিউল আলম কে ৩০০ টি হ্যান্ড স্যানিটাইজার এবং ৫০ টি পিপিই প্রদান করেন।
সিভিল সার্জন, ময়মনসিংহ এবং সহকারী পরিচালক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মেয়র মোঃ ইকরামুল হক টিটুকে বর্তমান সংকটময় সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা সামগ্রী সরবরাহের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালীন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, স্যানিট্যারি ইন্সপেক্টর দিপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।