এখন করোনা প্রতিরোধের দিন
এমএসবি নাজনীন লাকী
এক দুই তিন
এখন করোনা প্রতিরোধের দিন
চার পাঁচ ছয়
গণজমায়েত ছোটাছুটি আর নয়
সাত আট নয়
সঙ্গরোধে হবে করোনার পরাজয়।
দশ এগারো বার
হ্যান্ডশেক কোলাকুলি ছাড়ো
তেরো চৌদ্দ পনের
সাবান দিয়ে হাত ধৌত করা
ষোলো সতের আঠারো
চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো।
ঊনিশ বিশ একুশ
করোনার আক্রমণে আইসোলেশনে থাকিস
বাইশ তেইশ চব্বিশ
আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরিস
পঁচিশ ছাব্বিশ সাতাশ
আমাদের সচেতনতায় করোনা করবে হা-হুতাশ।
আটাশ ঊনত্রিশ ত্রিশ
ঘরে থেকে করোনা প্রতিরোধের দুর্গ গড়িস
একত্রিশ বত্রিশ তেত্রিশ
জয় আমাদের সুনিশ্চিত।