সালমা আক্তারঃ করোনা ভাইরাস প্রতিরোধে গতকাল ময়মনসিংহে গাঙ্গিনাপাড়স্থ লক ডাউন হওয়া যৌন পল্লীতে ব্র্যাক আরবান ডেভেল্পমেন্ট প্রোগ্রাম হতে যৌন কর্মীদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। যৌন কর্মীরাও মানুষ, তাই তাদের অবহেলা করা উচিত নই।
ব্র্যাক আরবান ডেভেল্পমেন্ট হতে প্রায় সাড়ে ৩ শ পরিবারের মাঝে ১ হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রীর মধ্যে চাউল, ডাল, তেল, লবণ, পেয়াজ, আলু, মুড়ি, সাবান দেওয়া হয়।
ব্র্যাক আরবান ডেভেল্পমেন্টের ফিল্ড অফিসার আব্দুল্লাহ আল-মামুন বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সকলকে সচেতনতা বৃদ্ধি করতে হবে।নিজ নিজ ঘর বাড়ি হতে প্রয়োজন ছাড়া বের না হওয়া।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হাসান,৭,৮,৯নংওয়ার্ডের মহিলা কাউন্সিলর হামিদা পারভীন, পুলিশ প্রশাসন, ব্র্যাক আরবান ডেভেল্পমেন্ট প্রোগ্রামের রিজিওনাল কো-অর্ডিনেটর মোশতাক আহম্মেদ, ফিল্ড অফিসার আব্দুল্লাহ আল-মামুন, মনিটরিং অফিসার তাসমিম তালহা, ট্রেইনার শরীফ আহমেদ, প্রোগ্রাম অর্গানাইজার আশিস ঘোষ এবং অন্যান্য স্টাফগণ।