কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় অজ্ঞাত কারনে কুকুর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গত কয়েকদিনে বেশ কয়েকটি কুকুরের মুত্যু হয়েছে। তবে এগুলোর সবকটি পালিত কুকুর নয়। গ্রামে ঘুরাফেরা করতো এসকল কুকুর।
তবে দেশ সহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় এভাবে কুকুর মারা যাওয়ার কারণে এ উপজেলার মানুষ এখন আতঙ্কিত। কোন ধরনের নতুন ভাইরাস কিনা তা এ মুহুর্তে দমন করা উচিৎ বলে সাধারণ মানুষ মনে করছেন। তারা আরো মনে করেন যে সকল কুকুর রোগাক্রান্ত দেখতে সেগুলোকে ব্যবস্থা নেয়া হোক অচিরেই। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এ বিষয়ে কিছুই জানতেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম জানান, মানুষের কথায় শোনা যাচ্ছে ২০ থেকে ২৫ টি কুকুরের কথা।
তিনি বলেন, আমার জানা মতে এ পর্যন্ত ৫টি মৃত কুকুরের সন্ধান পেয়েছি। তবে বিড়াল মারা যাওয়ার খবর পাইনি। পরে খবর নিয়ে জেনেছি গত ১০ থেকে ১২ দিন পূর্বে স্কিন ডিজিজে দুটি গরু মারা গিয়েছিল। কুকুগুলো এসকল মরা গরু খেয়ে থাকতে পারে। তবে ভ্যাটেনারি চিকিৎসক জাহাঙ্গীর আলমকে নির্দেশ দিয়েছি মৃত কুকুরের সেম্পল নিয়ে ল্যাবে পরীক্ষা করে মৃত্যুর কারণ বের করার জন্য।
এদিকে কলমাকান্দা উপজেলার বিশরপাশা গ্রামের আপন সাহা জানান, তাদের বাড়ির কুকুরটি বৃহস্পতিবার সকালে মারা গেছে।
এ ব্যাপারে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মনোরঞ্জন ধর জানান, এ বিষয়ে তিনি কিছু জানতেন না। তাকে উপজেলা থেকে এসব তথ্য জানানো হয়নি। কেনো জানানো হয়নি এ বিষয়টিও দেখবেন বলে জানান।