কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা)
নেত্রকোনায় বাড়ির আঙ্গিনার পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে ডুবে জোবায়েল নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে সদর উপজেলার রায়দুম রুহী গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের আলমগীরের শিশু পুত্র বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকাল ৩টার সময় ওই শিশুটি অন্যান্য শিশুদের সাথে বাড়ির আঙ্গিনার পুকুর পাড়ে খেলা করছিল। আকস্মিক শিশুটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
এ সময় সঙ্গীয় শিশুদের চিৎিকারে বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এই অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শিশুটির স্বজন জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই মর্মান্তিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।