পূর্বময় ডেষ্ক : করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি নিতে ময়মনসিংহের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর র্ঊধ্বতন কর্মকর্তারা। ২৪ র্মাচ সকালে ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মিজানুর রহমান সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মলেন কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সেনাবাহিনীর ১৯ পদাতকি ডিভিশনের লেঃ কর্নেল মো: মেহেদী হাসান, লেঃ কঃ মো: শাহেদ হাসান রাজীব, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, সিভিল সার্জন ডা: এ.বি.এম মশিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক উপস্থিত ছিলেন।
বৈঠকে বেসামরিক প্রশাসন এবং সেনাবাহিনীর মাঠ পর্যায়ের কর্মপদ্ধতি নির্ধারন করা হয়।
করোনা ভাইরাস এর সংক্রমণ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার উদ্দশ্যেে প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহনের জন্য সভায় আলোচনা হয়।
করোনা প্রতিরোধে জনগণকে ঘরমুখী করার জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনীর টহল অব্যাহত থাকবে মর্মে সভায় আলোচনা হয়।