কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার মোহনগঞ্জে ব্র্যাকের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার থেকে শুরু হয়ে সোমবার দিনব্যাপী এ কার্যক্রম চলে। করোনার প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে বলে জানান কর্মকর্তারা।
এরিয়া ম্যানেজার মো. শাখাওয়াত হোসেনের তত্ত্বাবধানে শাখা ম্যানেজার মো. নুর ইসলাম এবং আইন ও মানবাধিকার বিষয়ক কর্মকর্তা নাজমিন সুলতানা এসব লিফলেট বিতরণ কার্যক্রম করেন।
এ সময় তারা উপজেলার আদর্শনগর, তেতুলিয়া মাইলোড়াসহ বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করেন। সেইসাথে তাদের করোনার সংক্রমণ থেকে রক্ষায় বিভিন্ন পরামর্শ দেন।
ব্র্যাকের মোহনগঞ্জ কার্যালয়ের ম্যানেজার মো. নুরুল ইসলাম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা খুবই জরুরি একটি বিষয়। সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি নিরাপদ থাকার পরামর্শও দেয়া হচ্ছে। এ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।