কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
করোনা ভাইরাস মোকাবেলায় সুরক্ষিত থাকতে নেত্রকোনার খালিযাজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মককর্তা-কর্মচারি এবং থানা পুলিশকে লক্ষাধিক টাকার সুরক্ষা উপকরন দেয়া হয়েছে স্থানীয় উপজেলা পরিষদের পক্ষ থেকে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে খালিয়াজুরী উপজেলা পরিষদ মিলনায়তনে মাক্স, গ্রাব্স, হেক্সলসহ নানান ওই উপকরন তোলে দেন খালিয়াজুরী উপজেলা পরিষদ চেযারম্যান গোলাম কিবরিয়া জব্বার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম।
এসব উপকরন গ্রহন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাসরুর সিয়াম ও ওসি এ টি এম মাহমুদুল হক।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, নারী ভাইস চেয়ারম্যান হেপী রায়, উপজেলা প্রকৌশলী মো. ইউনূস আলী, মেডিকেল অফিসার ডাঃ মিলি দে, ডাঃ রাজিব হোসেন ভূইয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁন মিয়া চৌধুরী, সাংবাদিক মহসিন মিয়া ও স্বাগত সরকার শুভ।
পরিষদ চেযারম্যান গোলাম কিবরিয়া জব্বার জানান, প্রয়োজনে এসব উপকরন উপজেলা পরিষদের পক্ষ থেকে আরো সরবরাহ করা হবে।
উপজেলা পরিষদের ওই উপকরন বিতরনের উদ্যোগকে প্রসংসা জানিয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, সচেতন থেকে সামর্থ্য অনুযায়ি প্রত্যেককেই করোনা ভাইরাস মোকাবেলায় ভূমিকা রাখা উচিৎ।