পূর্বধলা প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের প্রকোপ বাড়ার আশঙ্কায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন হাট-বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে গত শনিবার ৫টি বাজারের ২৮ ব্যবসায়ীকে ৩ লক্ষ ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম উম্মে কুলসুম এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা সদর, স্টেশন, চৌরাস্তা, ফাজিলপুর, হিরণপুর ও হোগলা বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রির সত্যতা পেয়ে ও দোকানে মূল্য তালিকা না টানানোয় ২৮ ব্যবসায়ীকে ৩ লক্ষ ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নারান্দিয়া, বালুচরা, মৌদাম, বহুলি, কাপাসিয়া, ঘাগড়া, দুধী, কুমারখালী, হাটকান্দা ও আগিয়া বাজরেও অভিযান চালানো হয়েছে।
তিনি আরও জানান, বাজার মূল্য মনিটরিং অব্যহত থাকবে। তাছাড়া প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে মজুদ না করতে ও এলাকায় বিদেশ ফেরত কেউ এলে প্রশাসনকে তথ্য দিতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।