কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা)
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পৌর এলাকার বাদে আঠারবাড়ী নামক স্থান থেকে আবদুস সাত্তার (৪৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে অজ্ঞান পড়ে থাকেতে দেখে পথচারীরা থানায় জানালে পুলিশ ওই ব্যাক্তিকে উদ্ধার করে আদমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি চিরাং ইউনিয়নের দুল্লি গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে কৃষিকাজ করতেন।
কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান সত্যতা নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার বিকালে সাত্তার নিজ বাড়ি থেকে ভাড়াটে মোটরসাইকেল যোগে কেন্দুয়া আসেন। পরে রাত ১২টার দিকে মদন-কেন্দুয়া সড়কের বাদে আঠারোবাড়ি এলাকায় এক ব্যাক্তি পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।
ওসি আরো জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তিনি যেখানে পড়ে ছিলেন সেখান থেকে চশমা, মানিব্যাগ ও ম্যানিব্যগের ভেতর টাকা-পয়সা পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য শনিবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে বুঝা যাবে এটি হত্যা না অন্য কোন কারণে তার মৃত্যু হয়েছে।