স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ হতে নানাবিধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তন্মধ্যে রয়েছে, টাউনহল মোড়, টাঙ্গাইল বাসস্ট্যান্ডসহ ৭ টি স্থানে হাত ধোয়ার জন্য সাবান ও বেসিনের ব্যবস্থাকরণ, ব্লিচিং পাউডার মেশানো পানি রাস্তায় ছিটানো, কোয়ারেন্টাইন বা আইসোলেশনে থাকা ব্যক্তিবর্গের সেবার কাজে নিয়োজিতদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সরবরাহ, স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে বিদেশফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ এবং লিফলেট, ব্যানার,মাইকিং ইত্যাদির মাধ্যমে জণগণের সচেতনতা বৃদ্ধি।
সাবান পানিতে বার বার হাত ধোয়া বিশেষ করে বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকা, হাত না ধুয়ে চোখ, মুখ, নাক স্পর্শ না করার বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু করোনা ভাইরাস প্রতিরোধে আজ সিটি কর্পোরেশনের এক জরুরী সভায় এ গুরুত্বারোপ করেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব স্বাক্ষরিত মসিক/জনসংযোগ শাখা/২০২০, তাং- ১৯/০৩/২০২০ নং স্মারকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।