কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
মুজীব বর্ষ উপলক্ষে ১০০ মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে পালন করেছে নেত্রকোনা জেলা স্বেচ্ছা সেবক লীগ।
মঙ্গলবার প্রথম প্রহরে (সোমবার দিবাগত রাত ১২ টা এক মিনিটে) নেত্রকোনা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মারুফ খান অভ্র ও সাধারণ সম্পাদক খাইরুল হাসান লিটুর নেতৃত্বে এ কর্মসূচী পালন করে।
নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে সামনের সড়কে মোমবাতি প্রজ্জলন করে জয় বাংলা শ্লোগানের মাধ্যমে প্রথমে কর্মসূচীর সূচনা হয়। পরে মুজিবীয় শ্লোগান দিতে দিতে শহীদ মিনারে প্রজ্জলিত মোমবাতি দিয়ে ১০০ লেখা সম্পন্ন করে এই সংগঠনের নেতা কর্মীরা।
এতে অংশগ্রহণ করেন সহ সভাপতি সারোয়ার খান রুকন, সহ সভাপতি মিল্টন কান্তি কর, সংগঠনিক সম্পাদক মিজবা উদ্দীন খান আসাদ, দপ্তর সম্পাদক আজাহারুল ইসলাম মাসুদ সহ এই সংগঠনের শতাধিকের উপর নেতা কর্মীরা।