সংবাদ বিজ্ঞপ্তি
গত ১৫ মার্চ-২০ রবিবার বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ( রেজিঃ নং- বি-২০৩৭) এর ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ফেডারেশনের বিভাগীয় সম্মেলন উদ্বোধন করেন প্রবীণ শ্রমিকনেতা আ.ন.ম. রফিক। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ফেডারেশনের কেন্দ্রিয় সভাপতি আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রিয় যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম এবং ময়মনসিংহ জেলার সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ। এছাড়াও আমন্ত্রিত হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ময়মনসিংহ জেলার সভাপতি মাহতাব হোসেন আরজু, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ জেলা মটরসাইকেল মেকানিক্স ইউনিয়নের সভাপতি হযরত আলী, ময়মনসিংহ জেলা রং মিস্ত্রি ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌরাংগ সরকার, হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার শ্রমিক- কর্মচারী ইউনিয়নের যুগ্ম আহবায়ক মতিউর রহমান, নেত্রকোনা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি তাপস দাস, নেত্রকোনা ইলেক্ট্রিক্যাল শ্রমিক ইউনিয়নের আহবায়ক জহিরুল ইসলাম , বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ময়মনসিংহ জেলা সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ। ফেডারেশনের বিভাগীয় সভাপতি আব্দুস ছালাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন এর পরিচালনায় ফেডারেশনের ২য় বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রম আইন অনুযায়ী সবেতনে মে দিবসের ছুটি কার্যকর ও পূর্ণাংগহারে বোনাসের দাবিতে দেশব্যাপী আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন সফল করে তোলার মাধ্যমে হোটেল শ্রমিকদের আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিতে হবে।
সম্মেলনে আব্দুস ছালামকে সভাপতি এবং তফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। নব- নির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান ফেডারেশনের কেন্দ্রিয় সভাপতি আব্দুল খালেক।