শিশুদের প্রতি— এমএসবি নাজনীন লাকী
ছোট্ট খোকা, ছোট্ট খুকি একটি গল্প শোন,
বঙ্গবন্ধু শেখ মুজিবর বাংলার মহানায়ক জেনো।
১৭ মার্চ ১৯২০ এ জন্মেছিলেন তিনি,
একাত্তরে তিনিই দিয়েছিলেন আমাদের স্বাধীনতা কিনি।
আজকে আমরা স্বাধীন জাতি বীর বাঙালি বীর,
বিশ্ব মাঝে তিনিই সেদিন উঁচু করেন আমাদের শির।
বিশ্বটাকে জানিয়েছিলেন আমরা রক্ত দিতে জানি,
হার মানবো না অন্যায়ের কাছে আমরা জাতি বাঙ্গালী।
বলেছিলেন বজ্রকন্ঠে দাবায়ে রাখতে পারবা না,
রক্ত দেওয়া শিখে গেছি স্বাধীনতা চাই, ছাড়ব না।
ছোট্ট খোকা, ছোট্ট খুকি মনটি দিয়ে শোন,
এই যে “বাংলাদেশ” নামটি তাঁরই দেয়া জেনো।
২৫ মার্চ শেষ প্রহরে পাকহানাদার অপারেশন সার্চলাইট যখন শুরু করে,
স্বাধীনতার ঘোষণা দেন তখন তিনি ২৬ মার্চ প্রথম প্রহরে।
এরপর তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় শত্রুসেনা,
নয়টি মাসের রক্তক্ষয়ী যুদ্ধে এই বাংলাদেশ কেনা।
মুক্তিসেনাদের অস্ত্র ছিল না বুকে ছিল বল, “জয় বাংলা” স্লোগানে হেরেছিল উন্নত সব কল।
এসব কিছু সম্ভব হয়েছিল তার শেখানো মন্ত্রে, দেশ প্রেম জাগিয়েছিলেন সবার ঘুরে গ্রামে গঞ্জে।
স্বাধীনতার বিজয় এলো ষোলো ডিসেম্বর, মিয়ানওয়ালী কারাগারে বন্দি শেখ মুজিবর।
স্বাধীনতার বিজয় পেয়েও সেদিন বাংলা হাসেনি, মুজিব ছাড়া এই বিজয়ের শঃকা যে কাটেনি।
মুজিব যে বাঙালির হৃদস্পন্দন বাঙালি জাতির পিতা, মুজিব ছাড়া যে মূল্যহীন রক্তে কেনা স্বাধীনতা।
অবশেষে তিনি মুক্তি পেলেন ৮ জানুয়ারি ১৯৭২ -এ,
প্রাণ পেল বাঙালির স্বাধীনতা ১০ জানুয়ারি তাঁর প্রত্যাবর্তনে।
ছোট্ট খোকা, ছোট্ট খুকি আরও সত্য জানো, বঙ্গবন্ধু কেবল ব্যক্তি নয় বাংলাদেশ জেনো।
তাইতো তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জন্মদিন কে করেছেন জাতীয় শিশু দিবস ঘোষণা।
ছোট্ট খোকা, ছোট্ট খুকি মনটি কোমল রাখ, সত্য জেনে সত্য মেনে বাংলাকে ভালবাসো।
জীবন গড় দেশ প্রেমে শেখ মুজিবের মত, বিপদ বাধা তুচ্ছ করে হাসবে আর বাঁচবে অবিরত।