কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
বাংলাদেশ স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে ১০০ টি স্থানে জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা বিষয়ক কার্য়ক্রম পরিচালিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় বিডি ক্লিন নেত্রকোনা টিম জেলা শহরের পৌর এলাকার ৬ নং ওয়ার্ড কমিশনার মো. আব্দুল হেলিমকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর জীবনী আলোচনা ও শ্রদ্ধা জানানোর পর পরিচ্ছন্নতার শপথ পাঠ করা হয়।
মঙ্গলবার দুপুর ১২ টায় প্রায় দেড় ঘন্টা যাবত পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ হিসেবে শহীদ মিনার মোড় ও মাছ বাজার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত করে। এর পাশাপাশি আশপাশের সকল দোকানদারদের ময়লা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য পৌর ৬ নং ওয়ার্ড কমিশনার মো. আব্দুল হেলিম ও মেছুয়া বাজার কমিটির সভাপতি মুতালিব মিয়া গঠনমূলক নির্দেশ প্রদান করেন। অন্যতায় ৬ নং ওয়ার্ড কমিশনার ও পৌর শহরের মাছ বাজার কমিটির সভাপতি ব্যবস্থা নিবেন বলে জানান।
যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার অভ্যাস পরিবর্তন করে বাংলাদেশকে পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করতেই বিডি ক্লিন তার্যণ্যের এই প্রয়াস।
পরিচ্ছন্নতার শুরু হোক আমার থেকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন।