বাবলী আকন্দঃ রাজনীতি করে যিনি মানুষকে সংগঠিত করেছেন তিনিই বঙ্গবন্ধু। তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপ থেকে শেখার অনেক বিষয় আছে। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রত্যেককে ব্যক্তি, পরিবার, সমাজ এবং দেশের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
মুক্তিযোদ্ধা বিমল পাল কর্তৃক সম্পাদিত ‘বঙ্গবন্ধু ও ময়মনসিংহ সংকলিত গ্রন্থটির পাঠন্মোচনে এ আহবান জানান প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ড এর সহযোগিতায় গত ১৭ মার্চ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ গ্রন্থের পাঠন্মোচন করা হয়েছে।
এতে ময়মনসিংহ সাহিত্য সংসদের সভাপতি আনোয়ারা সুলতানা এর সভাপতিত্বে ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির পাঠন্মোচন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীরমুক্তিযোদ্ধা রফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাসার ভাসানী, ছড়াকার আলী ইউসুফ, নিরাপদ সড়ক চাই (নিসচা) ময়মনসিংহ শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, প্রতিদিনের কাগজ এর সম্পাদক মাহমুদুল হাসান রতন, বিভাগীয় জয়ীতা সৈয়দা সেলিমা আজাদ, কবি সনৎ ঘোষ, দৈনিক আজকের বাংলাদেশ এর সহ-সম্পাদক বাবলী আকন্দ, ফখরুল হাসানসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, সংস্কৃতিজন, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগন, বিডিক্লিনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন ।