কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :
নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় জাতীয় শিশু দিবস ও মুজিব জন্মশতবর্ষ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ৮টায় মোক্তারপাড়া মুক্ত মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে করেন জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামীলীসহ সর্বস্তরের মানুষ।
প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু ও সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান।
পরবর্তীতে একে একে জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ আকবর আলী মুনসী, নেত্রকোনা পৌরসভা মেয়র আলহাজ্জ্ব মো. নজরুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রঞ্জলি নিবেদন করেন।
এ ছাড়াও নিজ নিজ দপ্তরে দিন ব্যাপী নানা কর্মসূচী পালিত হয়। এর আগে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে একশত মোমবাতি প্রজ্জলন করে জেলা স্বেচ্চাসেকলীগ।