কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় রিপন মিয়া (৩৮) নামে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা মামলার তিন আসামিে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার দলপা ইউনিয়নের জল্লি গ্রামের আব্দুল মন্নাফের ছেলে মহসিন মিয়া, আলম মিয়া ও মাহবুব মিয়া।
তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় অভিযান চালিয়ে সোমবার দুপুরে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যায় কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতদের নিয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখান থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
গত রবিবার নিহতের ভাই বাদী হয়ে ১০ জনকে আসামি করে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য গত শুক্রবার দিবাগত রাতে পূর্বশত্রুতার জের ধরে বাড়ি ফেরার সময় রিপন মিয়াকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। দলপা ইউনিয়নের জল্লি গ্রামের মহসিনের ফিশারির সামনে এ ঘটনা ঘটলে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাতেই রিপন মারা যায়। শনিবার লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয় এবং পরদিন রবিবার মামলা দায়ের করা হয়।