কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
কুড়িগ্রাামে বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আরিফুল ইসলামের ওপর হামলা, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে এবং সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করা হয়।
সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নেত্রকোনার সাংবাদিক সমাজের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার সাংবাদিকরা। জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ মানববন্ধনের অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সদস্য মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, আবদুল হান্নান রঞ্জন, স্থানীয় পত্রিকা সম্পাদক এম মোখলেছুর রহমান, সাংবাদিক সঞ্জয় সরকার, ভজন দাস, খলিলুর রহমান শেখ ইকবাল, সুজাদুল ইসলাম ফারাস, আলপনা বেগম, পল্লব চক্রবর্তী, সোহান আহমেদ, হানিফ উল্লাহ আকাশ প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে আরিফুল ইসলামের উপর নির্যাতনকারী কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন ও আরডিসি নাজিম উদ্দিনসহ ঘটনায় জড়িত সংশ্লিষ্ট সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সাজানো ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।