বাবলী আকন্দঃ পিছিয়ে পড়া নারীরা যেন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এজন্য তাঁদেরকে বিভিন্ন কাজের সুযোগ দিতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র পবিত্রা প্রজেক্ট এর আওতায় সমাজ থেকে ছিটকে পড়া নারীদের ৬ মাস অন্তর অন্তর বিভিন্ন ধরণের আয়মূলক প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা বিভিন্ন জায়গায় নিজেদের কর্মসংস্থানে সম্পৃক্ত করে থাকে। তবে তাঁদের এ পথ সহজ হয় না। নারীদের আবারো ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তারা উৎসাহ হারিয়ে ফেলে। এক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানসহ সরকারীভাবে এদের সহযোগিতা প্রয়োজন। সমাজের মানুষদের পিছিয়ে পড়া নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আহবান জানানো হয়।
মেনোনাইট সেন্ট্রাল কমিটির অর্থায়নে পবিত্রা প্রকল্প, স্বাবলম্বী উন্নয়ন সমিতি এর সহযোগিতায় পবিত্রা প্রকল্প এর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী উদযাপন অনুষ্ঠান আজ পবিত্রা প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ডা.একে এম ওয়ালিউল্লাহ, লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি নারায়ণ চন্দ্র দাস, ব্রাক এর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, এমসিসির প্রজেক্ট কো অর্ডিনেটর বিলন রোগা, প্রভাষক মাশরুমা মিমি, লায়ন্স আজিজুর রহমান, স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র প্রজেক্ট কো অর্ডিনেটর মনোয়ারুল ইসলাম সেলিম, সহকারী প্রকল্প পরিচালক মোর্শেদ ইকবাল, প্রজেক্ট কো অর্ডিনেটর আফরোজা আক্তার কনা, সাংবাদিক বাবলী আকন্দ, ফৌজিয়া জেবা প্রমূখ।
সমাজ থেকে ঝরে পড়া এসব নারীদের প্রশিক্ষণ ভালোভাবে সমাপ্ত করায় এদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরন করা হয়।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে মেনোনাইট সেন্ট্রাল কমিটি সমাজে অবহেলিত, সরল পথ থেকে ছিটকে পড়া নারীদের নিয়ে পবিত্রা প্রকল্প শুরু করে। এসব নারীদের আয়মূলক প্রশিক্ষণ দিয়ে সরল পথে জীবনযাপনের পরামর্শ ও সুযোগ সৃষ্টি করে দেয়।