কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
করোনা আতঙ্ক থাকায় ছোট পরিসরে ঘরোয়া আড্ডায় কেক কাটার মধ্যে দিয়ে নেত্রকোনায় বাংলাদেশ প্রতিদিনের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার রাত আটটায় বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলপনা বেগমের আয়োজনে জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
এ সময় অন্যান্যের মাঝে জেলা প্রশাসক মঈনউল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম, পৌর মেয়র নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, নেত্রকোনা ল কলেজের অধ্যক্ষ ড. আরিফা জেসমিন নাহিন, সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বস্তুনিষ্ঠতা কারণেই বর্তমানে প্রচার সংখ্যার শীর্ষে রয়েছে। আর এই ধারাবাহিকতা রক্ষায় ভবিষ্যতে বস্তুনিষ্ঠতা বজায় রেখেই দেশের উন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।