জাকির আহমেদ খান: আর মাত্র ৪ দিন বাকি মুজিব শতবর্ষের। মুজিব শতবর্ষ উদযাপনের জন্য নেত্রকোনার পূর্বধলায় ব্যপক প্রস্তুতি চলছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি-বেসরকারী সংগঠন, বিভিন্নস্তরের শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজনের মাধ্যমে মুজিব শতবর্ষ উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে। গত ১০ জানুয়ারি থেকে মুজিব শতবর্ষের ক্ষণগণনা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে মুজিব শতবর্ষ লগো সম্বলিত ব্যানার, ডিসপ্লে বোর্ড শোভা পাচ্ছে। এসবের মধ্যে সবচেয়ে বেশি নজর কারছে পূর্বধলা স্টেশন রোডে নির্মানাধীন মুজিব শতবর্ষ তোরণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক (আইজিপি পদ মর্যাদা) বীরমুক্তিযোদ্ধা মুহ. আবদুল হাননান খানের সৌজন্যে এ তোরণ নির্মাণ করা হচ্ছে। এই দৃষ্টি নন্দন তোরণ নির্মানের পরিকল্পনা ও ডিজাইন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রপূর্বধলার কৃতি সন্তান সাব্বির হোসাইন। তাকে সহযোগিতা করছেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাশেদ খান সুজন, ছাত্র নেতা জাকির আহমদ খান, মো: সাজ্জাদ হোসেন খান। সাব্বির হোসাইন জানান, প্রায় ১ সপ্তাহ ধরে ৮জন শ্রমিক নিয়ে দিন রাত কাজ করা হচ্ছে। ইতিমধ্যে এর কাজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। এতে প্রায় দেড় লক্ষ টাকার মত ব্যয় হবে বলে তিনি জানান। তোরণকে সবার কাছে দৃষ্টি নন্দন ও আকর্ষনীয় করতে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। এতে মুজিব শতবর্ষের লগো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি শোভা পাবে। রাতে এর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলতে পর্যাপ্ত পরিমান লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে যা পথচারীকে আরও মুগ্ধ করবে।
আদিবাসী বিষয়ক লেখক ও গবেষক আলী আহমদ খান আইয়োব বলেন, এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুজিব শতবর্ষ উদযাপনের গুরুত্ব বাড়িয়ে তোলবে এবং সর্বস্তরের মানুষের মাঝে ব্যপক আগ্রহ সৃষ্টি করবে।