মোঃ নজরুল ইসলামঃ “দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শিশু কিশোরদের মাঝে হয়ে গেল এক চিত্রাংকন প্রতিযোগিতা। জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসের র্যালীটি ষ্টেশন বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম এর সভাপতিত্বে উক্ত র্যালীটির নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।বর্নাঢ্য র্যালী শেষে শিশু কিশোরদের উদ্দেশে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান সুজন কোমলমতি শিশু কিশোরদের উদ্দেশ্যে বলেন,তোমাদের লেখাপড়ায় আরও বেশি মনযোগী হতে হবে এবং সুশিক্ষা গ্রহন করে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর হয়ে প্রত্যেককেই দেশ ও জাতীর সেবায় আত্মনিয়োগ হতে হবে।সুজন আরো বলেন, করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে মহামারী আকার ধারন করলেও আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এর প্রভাব পরেনি।করোনা ভাইরাসে আমাদের আতংকিত হওয়ার কিছু নেই।আমরা সবসময় পরিস্কার পরিছন্ন ও সতর্ক থাকব।উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য দেন, উপজেলা ভাইস -চেয়ারম্যান আঃ রাজ্জাক( রাজু), পূর্বধলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি (প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পাওয়া শ্রেষ্ট যুব সংগঠক) সৈয়দ আরিফুজ্জামান মাসুম,উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল আলম ভূইয়া। বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ সহ আরও অনেকে।