কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনায় ৫ গুণিকে জেলা শিল্পকলা একাডেমি ২০১৮ সন্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি এই সন্মাননার আয়োজন করে।
অভিনয়, গান, যন্ত্রে, যাত্রা ও লোকজ সংগীতে জেলার মোট পাঁচজনকে জেলা শিল্পকলা একাডেমি সন্মাননা প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে সন্মাননা প্রদান অনুষ্ঠানে সন্মানিত জনদের হাতে ক্রেস্ট তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
সন্মানিতজনরা হচ্ছেন, অভিনয়ে এটিএম আব্দুর রাজ্জাক, সংগীতে অসিত ঘোষ, যন্ত্র সংগীতে সাংবাদিক লিটন ধর গুপ্ত, যাত্রা শিল্পে মো. শফিকুল ইসলাম খান ও লোকজ সংগীতে ঝর্ণা ধর।
পরে জেলা শিল্পকলা ও শিশু একাডেমির শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।