বাবলী আকন্দঃ ময়মনসিংহ প্রেসক্লাব এর সদস্যবৃন্দ তার প্রতিষ্ঠালগ্ন থেকে সুষ্ঠু সাংবাদিকতার চর্চা করার পাশাপাশি তা অব্যাহত রেখেছেন। এ প্রেসক্লাব ময়মনসিংহের বাইরেও সুনাম অর্জন করেছে। এখান থেকেই সাংবাদিকতায় নেতৃত্ব তৈরী হয়েছে।
সাজ সাজ রব, মুখরিত ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গণ। ব্যান্ডপার্টির বাজানো সুরে সুরে তা আরো মুখরিত হয়ে উঠে। চারদিকে ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ, সাংবাদিক আর অন্যান্য অতিথিদের পদচারণায় উচ্ছ্বল প্রাণ পায় ময়মনসিংহ প্রেসক্লাব। নানা আয়োজনের মধ্য দিয়ে আজ পালিত হলো ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাব এক বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা,সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর মানস তালুকদার এর কোরিওগ্রাফে আগুণের পরশমণি ছোঁয়াও প্রাণে নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের মন্ত্রী এম এ মান্নান এমপি। এসময় তিনি বলেন, সুষ্ঠু সাংবাদিকতার চর্চাক্ষেত্র ময়মনসিংহ প্রেসক্লাব। ময়মনসিংহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের বস্তুনিষ্ঠ ও সুষ্ঠু সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, ময়মনসিংহ ৬ (ফুলবাড়িয়া)) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট মোসলেম উদ্দিন, ময়মনসিংহ ৩ (গৌরীপুর) আসনের জাতীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পুলিশসুপার মোহা.আহমার উজ্জামান, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা।
ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়। ময়মনসিংহ প্রেসক্লাবের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ সভাপতি এ জেড ইমাম উদ্দিন মুক্তা। সাংবাদিকদের দক্ষতা সৃষ্টির লক্ষে বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি সমৃদ্ধ পাঠাগার,শিক্ষা ক্ষেত্রে বৃত্তি প্রদানসহ নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ময়মনসিংহ প্রেসক্লাব।
ময়মনসিংহ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মোমতাজ উদ্দিন এবং এ এস এম হাবীবুল্লাহকে গুণীজন সংবর্ধনা দেয়া হয়। সম্মাননাপত্র পাঠ করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও ময়মনসিংহ প্রেসক্লাবের বিভাগীয় সম্পাদক হারুন অর রশীদ।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজিবি এর অধিনায়ক, র্যাব এর প্রতিনিধি, সাবেক সহ সভাপতি মোঃ নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহমদ, বাবুল হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, ১৯৫৯ সালে ময়মনসিংহ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।