বাবলী আকন্দঃ নারী শুধু পরিবারেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর অন্যকিছুতে ভূমিকা কম রাখে এমন ধারণা ভুল। নারীদের যোগ্যতার অভাব, নারীদের জ্ঞানের অভাব সমাজে এখনো অনেকে তাই মনে করেন। কিন্তু পর্যালোচনা করলে দেখা যাবে, পারিবারিক বিভিন্ন বিষয় থেকে শুরু করে অর্থনৈতিক এবং রাজনীতিতেও নারীদের অবদান অনেক। দেশের গুরুত্বপূর্ণ পদ থেকে শুরু করে কৃষিতেও নারীর অবদান আছে।
নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকলেও এখনো নারীদের অংশগ্রহণ পরিলক্ষিত হয় না। সকল কিছুতেই নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জোরদাবি করা হচ্ছে। বিশেষ করে রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ।
গণপ্রতিনিধিত্ব আদেশ ২০০৯ (সংশোধিত) ধারা ৯০ বি তে বলা হয়েছে সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোতে ২০২০ সালের মধ্যে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। কিন্তু এর বাস্তবায়ন হচ্ছে না। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের কমিটিতে ৭৫ সদস্য বিশিষ্ট কমিটিতে মাত্র ৩ জন নারী, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগেও নারী নেত্রীর সংখ্যা নগন্য। অন্যান্য রাজনৈতিক দলগুলোতেও নারী নেত্রীর সংখ্যা কম পরিলক্ষিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল পর্যায় থেকে শুরু করে ক্রেন্দ্রীয় পর্যন্ত নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা হচ্ছে।
সমতার জন্য সকলে: রাজনীতিতে নারী স্লোগানকে প্রতিপাদ্য করে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত শহীদ শাহাবুদ্দিন আহমেদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভায় প্রতিটি দলগুলোতে নারী নেত্রীর অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানানো হয়।
নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশের লক্ষে ২০১১ সাল থেকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ইউকেএআইডি এবং ইউএসএআইডি এর অর্থায়নে এসপিএল কার্যাক্রমের আওতায় নারীর জয়ে সবার জয় ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এ ক্যাম্পেইনের ফলে নারী নেতৃবৃন্দের পক্ষ হতে নারীদের জন্য পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশমালা দেয়া হয়েছে।
সুপারিশমালায় বলা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ ২০০৯ (সংশোধিত) ধারা ৯০ বি বাস্তবায়নে নির্বাচন কমিশন কর্তৃক ও রাজনৈতিক দলের মধ্যে মনিটরিং সেল গঠন, ক্রেন্দ্র থেকে জেলা,জেলা থেকে উপজেলায় চিঠি প্রেরণের মাধ্যমে নারী অন্তর্ভুক্তি বিষয়ে নির্দেশনা প্রদান, তৃণমূলের কমিটিতে নারী নেত্রী না থাকলে কমিটির অনুমোদন না দেয়া, নারী অন্তর্ভুক্তি বিষয়ে নির্বাচন কর্তৃক বাৎসরিক প্রতিবেদন প্রকাশ, প্রত্যেক দলের নিজস্ব রোড ম্যাপ তৈরী, দলের ভিতরে ও বাইরে নিরাপদ ও সহযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ তৈরী, রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা, ক্রেন্দীয় মনিটরিং সেল বিভিন্ন কমিটিতে ৩৩% প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে ব্যর্থ হলে জবাবদিহিতা রাখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করা।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় অতিরিক্ত নির্বাচন কমিশনার মোশাররফ হোসেন, অতিরিক্ত নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক দিলরুবা শারমিন, জেলা বিএনপির মহিলা দলের সভাপতি ফরিদা পারভীন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর কর্মকর্তা নার্গিস আক্তার, নিরুপমা ভৌমিক, আওয়ামী লীগের মাষ্টার ট্রেইনার সুমন ঘোষসহ ময়মনসিংহ, শেরপুর, জামালপুর জেলার অাওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দ।