কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ছোট পাইকুড়া গ্রামের হাফেজ শওকত হুসাইনের উপর নৃশংস হামলা চালায় সন্ত্রাসী তাজুল-দেলোয়ার বাহিনী। ঘটনার ছয়দিন পার হলেও জ্ঞান ফেরেনি তার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন শওকত।
এ ঘটনায় থানায় মামলা হলেও একজন আসামিও ধরা পড়েনি। এমন নির্মম হামলায় হামলাকারী সন্ত্রাসী তাজুল-দেলোয়ার বাহিনীকে গ্রেফতার ও বিচারের দাবিতে রবিবার দুপুরে মোহনগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন শওকত হুসাইনের স্ত্রী ও তার পরিবার।
হাফেজ শওকতের স্ত্রী রিমা জানান, গত ২ মার্চ মোহনগঞ্জের বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের ছোট পাইকুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাফেজ শওকত হুসাইনকে জমি সংক্রান্ত জেরে একই এলাকার সাদেকুর রহমানের ছেলে দেলোয়ার ও তার ভাই তাজুল বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। তার স্বামী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনার ছয় দিন পার হলেও এখনো তার জ্ঞান ফেরেনি।
সংবাদ সম্মেলনে মামলার বাদী শওকতের স্ত্রী রিমা আক্তার আরো বলেন, এ বিষয়ে মোহনগঞ্জ থানায় মামলা হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। তিনি সংবাদ সম্মেলনে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, আসামিদের ধরতে সম্ভ্যাব্য সব জায়গায় অভিযান পরিচালিত হয়েচে এবং তা অব্যাহত রয়েছে।