কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার সদর উপজেলার আমতলা ইউনিয়নে হরিখালী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে দুই জুয়ারীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। মডেল থানার এসআই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতরা হলেন, আমতলা ইউনিয়নের পাঁচকাহনীয়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে আশিক (২৬) ও মালনী এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে উজ্জল মিয়া (১৮)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো প্রায় বেশকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
নেত্রকোনা মডেল থানার এসআই মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিখালী এলাকায় অভিযান পারিচালনা করে জুয়ারীদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে মামলা রজু করে রবিবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরন করেন। তবে জুয়া খেলায় আরো অনেকেই পালিয়ে গেছে। তাদের উপর নজরদারী রয়েছে বলেও জানান তিনি।