বাবলী আকন্দঃ প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার এই মূলসুরটিকে প্রতিপাদ্য করে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আইইডি এর সহযোগিতায় নারী ফোরাম ময়মনসিংহ এর উদ্যোগে গতকাল ১০০ জন সাইক্লিষ্টকে নিয়ে সচেতনতামূলক বর্ণাঢ্য সাইকেল র্যালীর আয়োজন করা হয়। সাইকেল র্যালীর শুভ উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। উদ্বোধনকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নারী ফোরামের এ আয়োজন প্রশংসনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় দেশ এগিয়ে যাচ্ছে। মুজিববর্ষে সোনার বাংলা গড়ার দৃপ্ত শপথ নিয়ে সবার সহযোগিতায় এগিয়ে যেতে হবে। এসময় উপস্থিত ছিলেন নারী ফোরামের আহবায়ক সৈয়দা সেলিমা আজাদ, নারী নেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন, আইইডি ব্যবস্থাপক নাসরিন বেগম, সদস্য সচিব সুবর্ণা দাস, সাংবাদিক বাবলী আকন্দ, এফপিআইবি এর কর্মকর্তাবৃন্দ, নারী ফোরামের অন্যান্য সদস্যবৃন্দসহ ময়মনসিংহ সাইক্লিষ্ট।