কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় র্যাব-১৪ অভিযান পরিচালন করে ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে। আটককৃত মো. মুকুল ফকির (৩০) উপজেলার বালিকান্দা গ্রামের আকবর আলী ফকিরের ছেলে। শনিরবার (৭ মার্চ) রাত ৭টার দিকে এক প্রেস বিজ্ঞাপ্তিতে র্যাব-১৪ এর সহাকরি পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ এ সব তথ্য নিশ্চিত করেছেন।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার দুপুরে জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কুমুদগঞ্জ বাজার হতে সিধলী বাজারে র্যাবের একটি দল যাচ্ছিল। যাওয়ার পথে পশ্চিম বালিকান্দা গ্রামের তাহের ফকিরের মনোহারী দোকানের সামনে র্যাবের উপস্থিতি টের পেয়ে ধৃত মুকুল ফকির পালানোর চেষ্টা করে। পরে র্যাবের সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।
এ সময় তার দেহ তল্লাশী করে ডান হাতে থাকা সাদা ব্যাগে আকাশি রংয়ের পলিথিনের মোড়ানো অবস্থায় ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব।
র্যাব-১৪ এর সহাকরি পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ জানান, ধৃত মুকুল ফকিরের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা ব্যবসার উদ্দেশ্যে নিজের বলে স্বীকার করেছে। এ বিষয়ে দূর্গাপুর থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬ (১) সারণী ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন ।