কে. এম. সাখাওয়াত হোসেন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বাতিলের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামিক সমমনা দলগুলোর নেতাকর্মীরা।
শুক্রবার জুমার নামাজ শেষে পৌর শহরের জামিয়া মিফতাহুল উলুম কওমি মাদ্রাসার সামনে থেকে পুলিশ পাহারায় শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এ সময় মিছিলটি শহরের বড় বাজার, ছোট বাজার, শহীদ মিনার মোড় প্রদক্ষিণ করে মুক্তারপাড়া জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এর আগে মাদ্রাসার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন প্রিন্সিপাল আবুল কাশেম, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আসাদুর রহমান আকন্দ, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম,গাজী আব্দুর রহিম সহ আরো অনেকেই।
এ সময় মুজিববর্ষে নরেন্দ্র মোদির সফর বাতিলে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। সেইসাথে মোদি বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।