সম্রাট পারভেজ,জাককানইবি প্রতিনিধি:
জাককানইবি ক্যারিয়ার ক্লাব মানেই ভিন্ন কিছু। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিবারের মতই ভিন্ন কিছু থাকে।গতানুগতিক ধারায় এবারও জাককানইবি ক্যারিয়ার নিয়ে আসছে “JKKNIUCC TECH-SCHOOL”
আজ শুক্রবার বেলা ৪.০০ টার সময় জাককানইবি ক্যারিয়ার ক্লাব একটি সাংবাদিক সম্মালনের মাধ্যমে উদ্বোধন করেন “JKKNIUCC TECH-SCHOOL”
আর এ JKKNIUCC TECE-SCHOOL এর মুল উদ্দেশ্য হল :
১.গ্রাফিক্স ডিজাইনিং
২.মাইক্রোসফট ওয়ার্ড
৩.এ্যাডভান্সড এক্সেল
৪.মাইক্রোসফট পাওয়ার
৫.ওয়েভ ডেভেলপমেন্ট
৬.ভিডিও এডিটিং
সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা।আর নির্দিষ্ট প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের কে সার্টিফিকেট প্রদান করা হবে।
সংবাদসম্মলনের এক পর্যায়ে ক্যারিয়ার ক্লাবের সভাপতি হায়দার আলী খান রনি বলেন,
“একবিংশ শতাব্দীর প্রতিযোগিতা মূলক বাজারে প্রযুক্তিগত দক্ষতা এখন একটি অলিখিত অপরিহার্য। চাকরি কিংবা নিজস্ব সার্টআপ,যুগের সাথে তাল মিলিয়ে টিকে থাকার লড়াইয়ে প্রযুক্তিগত জ্ঞানসমৃদ্ধ যে কেউ নিঃসন্দেহে একধাপ এগিয়ে থাকবে তা অনস্বীকার্য। আর জাককানইবি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে অসামান্য অবদান রাখার অভিপ্রায়কে সামনে রেখেই আমাদের এই নতুন উদ্যোগ “JKKNIUCC TECH-SCHOOL” পথযাত্রা।
শিক্ষা সাহিত্য ও সমৃদ্ধিতে ক্রমাগত এগিয়ে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। অবস্থানগত বাধা যেখানে শিক্ষার্থীদের অগ্রযাত্রা অন্যতম অন্তরায়।বিশ্ববিদ্যালয়টির অবস্থান রাজধানী থেকে বেশখানিকটা দূরে অবস্থিত হওয়ায় ইচ্ছা সত্বেও একাডেমিকের পাশাপাশি নেই তেমন মানসম্মত প্রযুক্তিগত ট্রেনিংয়ের ব্যবস্থা”।
তিনি আরও বলেন আমাদের ক্যারিয়ার ক্লাব সব সময় ক্লাবের মেম্বারদের ভবিষ্যৎতে চাকরী বাজারে অন্যান্যদের থেকে এগিয়ে থাকতে তাদের কে আমরা বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকি।আর এ প্রশিক্ষণ গুলো কর্পোরেট প্রশিক্ষকদের মাধ্যমে প্রদান করা হবে।
এছাড়াও ক্লাবের সেক্রেটারি রাহাত তালুকদার বলেন, “আমরা ভবিষ্যৎ সংযোজনের অংশ হিসেবে বিদেশি ভাষার দক্ষতা অর্জনে থাকছে JKKNIUCC Language -School ” এর আয়োজনে স্পানিশ-জার্মানি ছাড়াও অন্যান্য তৃতীয় ভাষার শিক্ষা কোর্সের ব্যবস্থা করা হবে”।
এছাড়াও তিনি আরও বলেন এ প্রশিক্ষণ শুধু আমাদের ক্লাবের সদস্যদের নয় বিশ্ববিদ্যালয়ের যেকোন ব্যাচের যে কোন শিক্ষার্থীরা অংশ গ্রহন করতে পারবে।