কে.এম. সাখাওয়াত হোসেনঃ
বর্নাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। কেক কেটে পুনর্মিলন উদ্বোধন করেন স্কুলের কৃতি ও গুনি শিক্ষক বৃন্দ।
পরে একটি আনন্দ রেলী স্কুল প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাষী ভবনে এসে শেষ হয়।এখানে সাবেক ছাত্ররা দিনব্যাপী স্মৃতি চারন করে, আবেগে আপ্লুত হয় এবং আনন্দ উল্লাসে মেতে উঠে।
৩০ বছর পর সবাই যেন তার অতীতকে খুজে পায়।দেশ বিদেশ ও দূর দুরান্ত থেকে আবেগের টানে সবাই ছুটে আসে পুরনো সহপাঠী বন্ধুদের এক নজর দেখার জন্য।
৯১ ব্যাচের বিশেষ করে জামান, উজ্জল, প্রমী, সুমন বরকত,কুতুব, পল্টন ও নূরালী তালুকদারদের দীর্ঘ দুই বছরের অক্লান্ত পরিশ্রমে এবং সকলের সার্বিক সহযোগিতায় এই পুনঃমিলন সফল ও স্বার্থক হয়।