কে. এম. সাখাওয়াত হোসেন :
নেত্রকোনায় সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে অসহায়-দরিদ্র বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদানের লক্ষ্যে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই অনুষ্ঠিত হয়েছে। এতে ১০১জন বয়স্ক, ৫৯ জন বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ও ১২৩জন প্রতিবন্ধীকে ভাতা বরাদ্দ দেয়া হয়।
বুধবার (৪ মার্চ) দুপুরে সদর উপজেলার মৌগাতী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
এ সময় তিনি বলেন, “মুজিববর্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতত্বে সমাজকল্যাণ কার্যক্রম সুদৃঢ় গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের মডেল। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সকল সহায়তা কার্যক্রম নিশ্চিত করেছে সরকার। এদেশে একটি মানুষও আর অভাবগ্রস্থ থাকবে না। মুজিববর্ষে এটাই আমাদের অঙ্গীকার।”
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।