কে. এম. সাখাওয়াত হোসেন :
ভারতের দিল্লিতে মুসলমানদের নৃসংশভাবে গণহত্যা, মসজিদ ভাংচুর ও পবিত্র কোরআনে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং মুজিব বর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে রাষ্ট্রীয় আমন্ত্রণ বাতিলের দাবীতে নেত্রকোনায় বিক্ষোভ করেছে হাজার হাজার তৌহিদী জনতা।
সোমবার (২ মার্চ) সকাল ১১টায় সর্বস্তরের তৌহিদী জনতা, নেত্রকোনার ব্যানারে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান জেলা শহরের জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক বারহাট্টা রোড, আখড়ার মোড়, তেরী বাজার, ছোট বাজার, শহীদ মিনার, মোক্তারপাড়া, শাহ্ সুলতান রোড হয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়।
মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি তাহের কাসেমী, মাও. আব্দুল কাইয়ুম, হাফেজ মাও. দোলোয়ার হোসাইন, মাও. ইউনূছ, মাও. মাজহারুল ইসলাম, মুফতি জাকারিয়া, মাও. আবু সায়েম খান, হাফেজ আবুল কাশেম, মাও. আসাদুর রহমান আকন্দ ও মাও. মফিজ উদ্দিন প্রমূখ।
পরে বিক্ষোভকারীরা নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে।